ছট ঘাট শুভ সূচনায় এসে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।

0
515

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —ঈশ্বর আল্লাহ বলেছে ‘তুমি মানুষের সেবা কর আমি তোমার সেবা করব এটাই ধর্ম,যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না,সে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না’ ছট ঘাট শুভ সূচনায় এসে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।সম্প্রীতির বার্তায় অনুপ্রানিত হয়ে বিধায়ক কে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এলাকার মানুষজন।জানা যায়,রবিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজার চত্বর তুলসীহাটা হাটে ছিল ছট ঘাটের শুভ সূচনা অনুষ্ঠান।এদিনের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন,চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ,হরিশ্চন্দ্রপুর-১ ‘বি’ ব্লকের সভাপতি মানিক দাস,হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস ও জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী সহ এলাকার তৃনমূল নেতৃত্বরা।উত্তপ্ত রোদে পুকুর ঘাট পরিদর্শন করে নারকেল ফাটিয়ে ছট ঘাটের শুভ সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ২৪ লক্ষ টাকা বরাদ্দে ৬৫ মিটার ছট ঘাটের কাজের শুভ সূচনা শুরু করা হল আপাতত এই বরাদ্দকৃত অর্থ দিয়ে পুকুরের পূর্ব দিকের ঘাটটি বোল্ডার দিয়ে বাঁধাই করা হবে।ধীরে ধীরে চতুর্দিকে করা হবে।এর পাশাপাশি একটি লাইট ও ড্রেস চেঞ্জিং এর জন্য ঘরও করা হবে।বিধায়ক নীহার রঞ্জন ঘোষকে পুকুরের চতুর্দিকে পার্ক করার কথা বলবেন।