বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ নেই কেন ? প্রতিবাদ সরব তৃণমূল কংগ্রেস।

0
177

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু এই ট্রেনটি চালু হওয়ার পর দেখা যায় রেলের তরফে যে টাইম টেবিল এবং স্টপেজের তালিকা দেওয়া হয়েছে, তাতে নিউ কোচবিহার স্টেশনের নাম নেই। তবে এর আগে মার্চ মাসে রেলের খসড়া তালিকায় এই স্টেশনের নাম ছিল। তারপরেই বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটির নিউ কোচবিহার স্টেশনে স্টপেজের দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানানো হল কোচবিহার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে।

এদিন এবিষয়ে রাজ্য তৃনমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় জানান,উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল ষ্টেশন নিউ কোচবিহার। অথচ এই রেলষ্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের কোনও স্টপেজ নেই। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে রেলকে চিন্তাভাবনার কথা বলেন তৃণমূল নেতৃত্ব।

তিনি আরও বলেন, “প্রাক্তন সাংসদ হিসাবে আগামীকাল রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠাব। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করা হবে।” আগামী ২৫ মে থেকে এনজেপি-গুয়াহাটি রুটে যাত্রী পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে।