আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী হল জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ। 

0
189

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয়েছে এই সচেতনতা শিবির। অনুষ্ঠানে‌র নাম দেওয়া হয়েছে বিজয়িনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্র‌ছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন‍্যান‍্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিক‌রা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত নিজের বক্তব্যের মধ্য দিয়ে শিশু ও নারী পাচার এবং বাল‍্য বিবাহের বিষয়ে সচেতন করে‌ন সকলকে।