ফুটপাত দখল মুক্ত করতে তৎপর জলপাইগুড়ি পুলিশ প্রশাসন।

0
283

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-ফুটপাত দখল মুক্ত করতে তৎপর পুলিশ প্রশাসন। এদিন জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্থান যেমন দিনবাজার , উকিলপাড়া , কদমতলা সহ বেশ কিছু জায়গায় অভিযান চালায় পুলিশ,ব্যাবসায়ী সমিতি সহ পুরসভার কর্মীরা। বেশ কিছু ব্যবসায়ীর জিনিসপত্র আটক করে পুলিশ, এর পাশাপাশি যে সকল যানবাহন নো পার্কিং যোনে রাখা আছে সেসব যানবাহনে ফাইন ও করে পুলিশ। পুলিশের অহনো উদ্যোগে খুশি জল শহরের ব্যবসায়ী সহ সাধারণ জনগণ। এ বিষয়ে ডি বি সি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ দাস জানান বহু ব্যবসায়ী এখন সচেতন হয়েছে, কিন্তু তবুও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের অপব্যবহার করে ফুটপাত দখল করছে। এ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান লাগাতার চলবে। এবং সাধারণ জনগণের কাছে অনুরোধ করছি জানি তারা রাস্তা ছোট না করে ঠিক জায়গায় তাদের বাইক গুলি রাখে।

অপরদিকে জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানায় যে সকল ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জলপাইগুড়ি শহরের কোন রাস্তায় ছোট নয় সাধারণ জনগণ ও ব্যবসায়ী ফুটপাত দখল করছে সেই জন্য রাস্তা গুলি ছোট হয়ে যাচ্ছে। আমরা পৌরসভার সাথে কথা বলছি যাতে সাধারণ জনগণের কোন অসুবিধা না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো।