বালুরঘাট বড় বাজারে এলাকার একটি দোকান থেকে প্রচুর অবৈধ ভাবে মজুত রাখা বাজি বাজেয়াপ্ত করে বালুরঘাট থানার পুলিশ।

0
133

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এগরা ,বজবজ সহ মালদাতে বাজীর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আচমকাই বাজির গুদাম গুলোতে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন বালুরঘাটের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় পুলিশ। বালুরঘাট বড় বাজারে এলাকার একটি দোকান থেকে প্রচুর অবৈধ ভাবে মজুত রাখা বাজি বাজেয়াপ্ত করে বালুরঘাট থানার পুলিশ। আটক করা হয় রূপায়ণ দত্ত নামে এক ব্যক্তিকে।

রাজ্যের বিভিন্ন বাজি কারখানায় এবং গুদামে আগুন লাগার ঘটনা এবং বিস্ফোরণের ঘটনার পরেই সতর্ক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো বাজী কারখানা নেই। কিন্তু, কেউ অবৈধভাবে বাজী মজুদ রেখেছে কিনা, তা দেখতে, প্রশাসন, দমকল এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।