অবিলম্বে বিদ্যালয় খুলে পঠন-পাঠন চালু সহ ৬ দফা দাবিতে ডিআই-কে ডেপুটেশন দিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

0
161

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে বিদ্যালয় খুলে পঠন-পাঠন চালু করা সহ ৬ দফা দাবিকে সামনে রেখে জেলা বিদ্যালয় পরিদর্শকের করনে ডেপুটেশন দিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এদিন তারা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করে বিক্ষোভ দেখান।পরে কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি উদয় কুমার ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক ফনিভুষণ শীল সহ আরও অনেকে।

তাদের দাবি গুলি হলো, অবিলম্বে বিদ্যালয় খুলে পঠন-পাঠন চালু করতে হবে, সারপ্লাস ট্রান্সফা রের নাম করে অগণতান্ত্রিক বদলি প্রত্যাহার করতে হবে, বিএড জনিত সমস্ত এরিয়ার অবিলম্বে দিতে হবে,সমস্ত শুন্যপদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে, অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবি গুলি আগামী দিনে মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।