আবারো বড়সড় সাফল্য বর্ধমান থানার পুলিশের, চুরি যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল এবং ট্যাব ফিরিয়ে দেওয়া হল প্রাপকদের হাতে।

0
148

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বেশ কিছুদিন আগে শেখ আকরাম নামে এক ব্যক্তির দোকান থেকে চুরি যায় পাঁচটি মোবাইল তিনি অভিযোগ জানান বর্ধমান থানায়। তদন্ত শুরু হওয়ার তৎপরতার সঙ্গে এই চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। আজ শেখ আকরাম হাতে সেই পাঁচটি মোবাইল তুলে দেওয়া হল। পাশাপাশি মেডিকেল কর্মরত সুস্মিতা দেবীর ট্যাবটি হারিয়ে যায় গতকাল ঝড় বৃষ্টির মধ্যে। সেই ট্যাবটি কুড়িয়ে পান টোটো চালক দেবাশীষ দেবনাথ। পরবর্তীকালে টোটো চালক দেবাশীষ দেবনাথ সেইটা ট্যাবটি বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেন। তার এইরকম সততা পরিচয়ের জন্য বর্ধমান থানার পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয় এবং একটি প্রশংসা পত্র প্রদান করা হয়। মোবাইল এবং ট্যাবটি প্রাপকদের হাতে তুলে দেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল। তার নিজের ট্যাবটি ফিরে পেয়ে সুস্মিতা দেবী জানান, গতকাল ঝড় বৃষ্টির রাতে আমার ট্যাবটি হারিয়ে গিয়েছিল। তারপর আমি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছিলাম। টোটো চালক দেবাশীষ দেবনাথ আমার ট্যাবটি কুড়িয়ে পেয়েছিলেন। তারপর তিনি ট্যাবটি বর্ধমান থানায় জমা দেন। আমি বর্ধমান থানার পুলিশের পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাবো দেবাশীষ দেবনাথকে। টোটো চালক দেবাশীষ দেবনাথ বলেন, আমি সৎপথে রোজগার করতে চাই তাই টাবটি পেয়েও আমি বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দিয়েছি। আমাকে বর্ধমান থানার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে এবং একটি প্রশংসা পত্র প্রদান করা হয়েছে এটাই আমি খুব খুশি হয়েছি।