নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — পাকা রাস্তার দাবী জানিয়ে ধানের চারা পুতে বিক্ষোভ প্রদর্শন করলেন বামনগোলা এলাকার গ্রামবাসীরা। পাশাপাশি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। উল্লেখ্য ভোট আসে ভোট যায় তবুও তাদের রাস্তা মেলেনি । এমনি পাকা রাস্তা দাবি জানিয়ে বামনগোলা ব্লকের মহেশপুর আমড়াতলী থেকে কাটরাগাছী রামনগর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।ওই এলাকাবাসী অভিযোগ বহুবার বিভিন্ন মহলে জানিও এমনকি নেতা-মন্ত্রীদের জানিয়েও কোনো লাভ হয়নি তাই এবার খোভ উগরে পথে নেমে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। স্থানীয় অভিযোগ মহেশপুর থেকে আমড়াতলী পর্যন্ত রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই এবার পাকা রাস্তা দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ বাইপোষ্টের মাধ্যমে মূখ্যমন্ত্রী কাছেও জানানো হয়েছে তবুও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ, বিভিন্ন মহলে জানিও মেলেনি রাস্তা। এবিষয়ে বামনগোলা ব্লকে বিডিও রাজু কুন্ডু বলেন প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এতো বড় রাস্তা এটা জেলা পরিষদের তরফে তৈরি করা যাবে। ছোট রাস্তা হলে আমারা তৈরি করে দিতাম এই বিষয় আমরা উপর মহলে জানিয়েছি ব্যবস্থা নেওয়া হছে।
Home রাজ্য উত্তর বাংলা পাকা রাস্তার দাবী জানিয়ে ধানের চারা পুতে বিক্ষোভ প্রদর্শন করলেন বামনগোলা এলাকার...