মালদা আদালত চত্বরে বৈদ্যুতিক খুঁটিতে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

0
197

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা আদালত চত্বরে বৈদ্যুতিক খুঁটিতে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার দুপুরে আদালত চত্বরে একপাশের পাবলিক পসিকিউটার অফিস সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে আচমকায় আগুন ধরে যায়। খবর পেয়ে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা দমকলকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকায় পৌঁছায় দমকলের কর্মীরা । বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই আগুন থেকে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলেও আশঙ্কা করছেন কর্তব্যরত দমকলের কর্মী ঐ অফিসারেরা।
মালদা বার এসোসিয়েশনের এক আইনজীবী শিবানী আগারওয়াল জানিয়েছেন, ঘটনার সময় আমরা পিপি অফিসে ছিলাম। হঠাৎ হইচই শুনতে পেয়ে বেরিয়ে আসি। দেখি বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলছে। তখনই সেখানে কর্তব্যরত এক পুলিশ অফিসার দমকলে খবর দেন। সময়ের মধ্যে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে । যেভাবে এই আদালতের একাংশ চত্বরে বিদ্যুতের তারে ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে , তাতে যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটতে পারতো।