রাজ্য পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস,নিউ কোচবিহার স্টেশনে ওই ট্রেনকে স্বাগত জানাল নিশীথ প্রামাণিক ও বিজেপি বিধায়করা

0
320

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্য পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন ছুটবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে। সোমবার নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃতীয় বন্দে ভারত পেল বাংলা। যদিও অসমের এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

জানা গেছে,নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ কোচবিহারে ৫টা বেজে ৩২ মিনিট আসেন। এদিন ওই ট্রেনে যাত্রী ছিলেন কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বন্দে ভারতে চেপে গুয়াহাটি থেকে নিউ কোচবিহারে এসে নামেন। পরে নিউ কোচবিহার স্টেশনে ওই ট্রেনকে স্বাগত জানান নিশীথ প্রামাণিক ও কোচবিহার জেলার বিজেপি বিধায়করা। পরে সেখান থেকে ওই ট্রেন ধুপগুড়ি হয়ে নিউ জলপাইগুড়িতে যাবে। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চলবে বলে জানা গেছে রেল সূত্রে।

এদিন এবিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, আপনারা জানেন উত্তর পূর্ব ভারতের কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি পর্যন্ত অসম রাজ্যের গৌহাটি থেকে কোকরাঝার থেকে বংগাই গাঁও পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেসে বিস্তীর্ণ অঞ্চল পারি দেবে। সেই এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এই হাই স্পিড ট্রেনের উদ্বোধন করেন।কারণ তার হাত ধরে গোটা দেশের যেভাবে উন্নয়ন হচ্ছে তা বিশ্বকে দিশা দেখাবে।

তিনি আরও বলেন,এই সেমি হাই স্পিড ট্রেনের মধ্য দিয়ে এখানকার মানুষ কম সময়ে মধ্যে তারা বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। আজকের যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় তা ইতিহাসের মধ্যে স্বনাক্ষরের পাতায় লেখা থাকবে বলে জানান তিনি।