নদিয়া জেলা বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিণত করার উদ্যোগ সীমা মহিলা সমিতির।

0
160


নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ রুখতে নদীয়া জেলার দশটি ব্লকে পনেরোটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় দেড়শটি গ্রামে বাল্যবিবাহ রুখতে বিশেষ সচেতনতা প্রচার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় তাদের এই প্রচার সারা বছর ধরেই চলবে । এদিন নদীয়া জেলার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া রঙ্গমঞ্চে একটি পথসভা এবং মোমবাতির মিছিলের আয়োজন করা হয় সীমা মহিলা সমিতি উদ্যোগে। ফুলিয়া রঙ্গমঞ্চের থেকে ফুলিয়া রাজপথে শ্রীমা মহিলা সমিতির সদস্যদের ও বাচ্চাদের হাতে প্লেকার্ড হাতে এবং মোমবাতি নিয়ে বাল্য বিবাহ রুখতে বিশেষ সচেতনতার প্রচার করতে।