মহানন্দায় সেতু নির্মাণের জন্য বিক্ষোভ দেখালো রতুয়া দুই সিপিআইএম।

0
118

নিজস্ব সংবাদদাতা, মালদা:–-পীরগঞ্জ ঘাটে মহানন্দায় সেতু নির্মাণের জন্য বিক্ষোভ দেখালো রতুয়া দুই সিপিআইএম।
বছরের পর বছর শুধু নেতা মন্ত্রীদের শুধু । প্রতিশ্রুতি পাচ্ছে এলাকাবাসী। কিন্তু ব্রিজ পাচ্ছে না। মালদা রতুয়া ২ নং ব্লকের পীরগঞ্জ এর পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। রতুয়া দুই ব্লক এবং পুরাতন মালদা ও গাজোল ব্লককে আলাদা করে রেখেছে এই মহানন্দা নদী । নিত্যদিন প্রায় কয়েক হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয়। ভরা বর্ষাতে প্রাণহাতে নিয়ে নৌকা পারাপার করতে হয় যাত্রীদের। তাই এলাকাবাসীর প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবি পীরগঞ্জ ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। গত বছর জুলাই মাসে জেলা শাসক নিজে এসে ঘাট পরিদর্শন করেন এবং ব্রিজের ব্যাপারে আশ্বাস দেন। বুধবার পীরগঞ্জ স্ট্যান্ডে রতুয়া ২ সিপিআইএমের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র, রতুয়া দুই লোকাল কমিটির সম্পাদক চ্যাটার্জী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ মিছিলে পা মেলান প্রায় কয়েক শো সাধারণ মানুষ। বর্তমান সরকারের প্রতি এক রাশ ক্ষোভ উপড়ে দেন জেলা সম্পাদক অম্বর মিত্র। তিনি বলেন এই সরকারের নেতা-মন্ত্রীরা মানুষকে বোকা বানাচ্ছে শুধু। কাজের কাজ কিছুই করছে না। প্রয়োজনে আমলাদেরকে দিয়েও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ানো হচ্ছে। মানুষ এর জবাব দেবে।