স্কুলের পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে, করিশুন্ডা সবুজ সংঘ সমবায়ের মহিলারা।

0
160

আবদুল হাই, বাঁকুড়াঃ বাড়ির কাজকর্ম করে বাকি যেটুকু সময় পায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা মহিলা সবুজ সংঘ সমবায়ে এসে স্কুলের পোশাক তৈরি করে রোজকারের পথ দেখছে ২০০ থেকে ৩০০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। এরফলে সাবলম্বী হতে পারছে মহিলারা। করিশুন্ডা সবুজ সংঘ সমবায়ের মহিলারা বলেন, বর্তমানে জিনিসপত্রের যা দাম বেড়েছে তারফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই সব কাজ করে বাড়তি রোজকার হচ্ছে।আর সংসারটাও ভালো ভাবে চলে যাচ্ছে। আর এক মহিলা বলেন,আগে অর্থের জন্য স্বামীর কাছে হাত পাততে হতো।এখন আর হাত পাততে হয় না।পোশাক তৈরি করে অর্থ উপার্জন করতে পেরে খুবই খুশি করিশুন্ডা সবুজ সংঘ সমবায়ের মহিলারা। এই স্কুল পোশাক ছাত্র ছাত্রীদের দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের লক্ষ্য ছিল স্বনির্ভর গোষ্ঠী গুলোকে আরও সক্রিয় করা।যাতে গ্ৰামীণ অর্থনীতির বিকাশ হয়।