নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-প্রচণ্ড তাপদাহ ও গরম থেকে রক্ষা পেতে মাঠে গিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।আজ বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বালুভোরট,বিষ্ণপুর,
গিধিনপুকুর,মল্লিকপুর,মহেন্দ্রপুর,পেমা,
জনমদল ও রনথল এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ বিলাসী মার্কেট সংলগ্ন এলাকায় রাণীটোলা লোপোখর মাঠে জমায়েত হয়ে দুই রাকাত নামাজ আদায় করেন।নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে চোখের জল ফেলে মোনাজাত করেন সকলে।এদিন ইসতিসকার নামাজের ইমামতি করেন বিহার থেকে আগত মুফতি সাদ্দাম হোসেন।
ইমাম মুফতি সাদ্দাম হোসেন বলেন’আল্লাহ আমাদের ওপর নারাজ হয়েছে।আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন।আমরা গুনাফ করেছি।কিন্তু সেই গুনাহের কারণে পশু পাখিরাও কষ্ট পাচ্ছেন। মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।তাই আমরা আজ ইসতিসকার নামাজ আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চেয়েছি।নামাজ শেষে প্রায় আধা ঘণ্টা ধরে রহমতের বৃষ্টির জন্য উল্টো হাতে মোনাজাত করা হয়।রাজ্যজুড়ে যে দাবদাহ ও গরম পড়েছে তা যেন কমিয়ে দেন।আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন।