ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে সকাল থেকে ধর্মঘট সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায়।

0
120

দক্ষিণ দিনাজপুর-বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা:- ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে সকাল থেকে ধর্মঘট সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায়। ক্ষত্রিয় ও কুর্মি দের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত করার বিরুদ্ধে এবং cri রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে st তালিকায় অন্যান্য জাতি গোষ্ঠীকে সংযুক্ত করনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় ধর্মঘটে সামিল হন সংগঠনের সদস্যরা। ৫১২ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটের জেলা সকাল থেকে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বংশীহারী ব্লক গঙ্গারামপুর ব্লক কুশমন্ডি ব্লক সহ বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। জরুরি পরিষেবা সহ অন্যান্য পরিষেবা গুলিকে ছাড় দেওয়া হয় এদিনের এই ধর্মঘট থেকে এমনটাই দাবি সংগঠনের সদস্যদের।