জাতীয় ফুটবলারের যাবতীয় সার্টিফিকেট থেকে সংসাপত্র মেডেল পুড়ে ছাই হলো।

0
800

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-জাতীয় ফুটবলারের যাবতীয় সার্টিফিকেট থেকে সংসাপত্র মেডেল পুড়ে ছাই হলো। এলাকায় শোকের ছবি। জলপাইগুড়ি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকায় ঘটনা।জানা গেছে বৃহস্পতিবার রাতে গোলা লামার বাড়িতে থাকতো জাতীয় ফুটবল খেলোয়াড় সুরজ রাসেলি সহ তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিদু্ৎ তের সর্ত সার্কিট থেকে হঠাৎ ই ঘরে আগুন লেগে বাড়িতে থাকা যাবতীয় জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়।পুড়ে গেছে জাতীয় ফুটবলার সুরজ রাসেলির এত বছরের সন্মান পাওয়া সিল থেকে মেডেল কাগজ পত্র সবটাই। । যদি ও দমকল এসে চেষ্টা করেও ঐ ঘরে থাকা জিনিস পত্র বাঁচাতে পারেনাই।এই বিষয়ে এলাকার বাসিন্দা বুদ্ধ থাপা বলেন এটা খুবই দুঃখজনক ঘটনা।সাথে নষ্ট হলো একজন জাতীয় ফুটবলারের এত বছরের সন্মান থেকে গুরুত্বপূর্ণ নথি।