পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বিধায়ক।মঙ্গলবার বর্ধমান ২ নম্বর বড়শুল বিডিও অফিসে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক উপস্থিত ছিলেন।গতকাল তৃধমূল ও সিপিআইএম এর খন্ডযুদ্ধের পর আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী বড়শুলে সিপিআইএম নিবিগ্নে মনোনয়ন পত্র জমা দিচ্ছে তারা বড়শুলে ।অশান্তি এরাতে প্রচুর র্যাফ নামানো হয়েছে আজ। বিধায়ক নিশিথ মালিক তিনি বলেন গতকাল যা হয়েছে,তা হওয়া উচিত হয়নি।পুলিশ সক্রিয় হলে হয়তো এই ঝামেলা বা অশান্তি আটকানো যেত।পাশাপাশি তিনি বলেন গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশ আমাদের দলের ৯ জন কর্মীকে গ্রেফতার করেছে। আমাদের দলের কর্মীদের ২৫ টি বাইকে ভাঙচুর চালানো হয় সিপিএমের পক্ষ থেকে। আমি গতকাল নিজে উপস্থিত ছিলাম না।আমি থাকলে অশান্তি হতে দিতাম না।
অন্যদিকে বিধায়ক বলেন,এদিন খুব শান্তিপূর্ণ ভাবেই সব দলই তাদের মনোনয়ন দাখিল করছেন। কোন ঝামেলা বা অশান্তি নেই। আমি নিজে বিরোধী প্রার্থীদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি।সবাই বলেছে সব কিছু ঠিক ভাবেই চলছে।
প্রায় একই কথা বলেন সিপিএম নেতা সাগর মল্লিক। তিনি বলেন গতকাল আমাদের যে ভাবে আটকানো হয়, মারধর করা হয় তাতে আমাদের মনোবল কমে নি।বরং বেড়েছে। তবে বিধায়ক এদিন বিডিও অফিস কেন উপস্থিত আছেন তা বুঝতে পারছি না।
তবে বিধায়ক নিশীথ কুমার মালিক ও সিপিএম নেতা সাগর মল্লিককে বিডিও অফিসে এদিন দেখা গেল সৌজন্যে বিনিময় করতে। বিধায়ক সিপিএম নেতা সাগর মল্লিককে বলেন, গতকাল যা হয়েছে তাতে আমি অনুতপ্ত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সিপিএম নেতাও এই ঘটনায় খুব খুশি বলে জানান
Home রাজ্য দক্ষিণ বাংলা মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বিধায়ক।