পঞ্চায়েত ভোটের মুখে বোমা উদ্ধার দুবরাজপুরে।

0
269

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ধ’গ্রামে। কয়েকমাস আগে থেকেই জেলা জুড়ে বীরভূম জেলা পুলিশের তৎপরতায় শুরু হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা বারুদ উদ্ধারের কাজ। শাসক বিরোধী দলগুলি জেলার সমস্ত থানায় এবিষয়ে ডেপুটেশনও প্রদান করে। সপ্তাহখানেক আগে পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মুড়ি মুড়কির মতো বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ উদ্ধার করে পুলিশ। আজ আবারও গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ধ’গ্ৰামের শাল নদী সংলগ্ন একটি জঙ্গল থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। বোমা গুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। এদিন বৈকালে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত ভোট। এদিকে চলছে মনোনয়ন পত্র দাখিলের কাজ। তার মধ্যেই বোম উদ্ধার ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমা গুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।