পঞ্চায়েত ভোটের প্রাক্কালে নারায়নগড়ে তৃণমূলের ভাঙ্গন,৩০০ জন কর্মী তৃণমূল ছেড়ে BJP তে যোগদান

0
312

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের তৃণমূলের ঘর ভাঙলো গেরুয়া শিবির, তৃণমূলের অঞ্চল সভাপতি উপর ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগদান করলো ৩০০ জন কর্মী এমনটাই দাবি বিজেপির, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের ব্লকের এক নম্বর অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের উপর ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা, এই দিন নব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপির নেতাকর্মীরা,নব বিজেপিতে যোগদান করে অঞ্চল সভাপতি সহ বিধায়ক এবং পুলিশ প্রশাসনের উপর আঙুল তুললেন নব বিজেপি কর্মীরা।তৃণমূল দল ছাড়ার পর ক্ষোভ উগরে দিলেন
বিদ্যুৎ কর্মাধক্ষ সুকমলা বেরা, তিনি বলেন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়া সত্ত্বেও যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন না। দলাদলি করেন সমস্ত বিষয়টা উপর নেতৃত্ব কে জানানো হয়েছিল তারা কোন কর্ণপাত করেননি। তাই আমরা বাধ্য হয়ে অন্য দলে যোগদান করছি বিজেপিতে। বারে বারে জানিও দলে লাভ হয়নি তাই আমরা নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছি। এবং বলেন তৃণমূলের থেকে অত্যাচারিত হতে হয়েছে। অঞ্চল সভাপতি অত্যাচার করে তাই সুরক্ষিত জায়গার জন্য অন্য দলে যোগদান। বিজেপিতে গেলে এলাকার উন্নয়ন হবে।