একই আসনে স্বামী ও স্ত্রী মনোনয়নপত্র জমা করলেন।

0
270

নিজস্ব সংবাদদাতা, মালদা:- একই আসনে স্বামী ও স্ত্রী মনোনয়নপত্র জমা করলেন। দুই প্রার্থীই আবার নিজেদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাবী করলেন। মালদার কালিয়াচক ৩ নং ব্লকের জেলা পরিষদের ৪৩নং আসনে এই দম্পতি মনোনয়নপত্র জমা পড়েছে।বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
দলীয়ভাবে মালদার জেলা পরিষদের ৪৩নং আসনটির বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকারের স্বামী পরিতোষ সরকারের নাম স্থির করা হয়েছে। কিন্তু চন্দনা সরকার বৈষ্ণবনগর বিধানসভার বিধায়কের পাশাপাশি মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছেন। তাই কালিয়াচক ৩নং ব্লকের ৪৩ নং আসনটি বিধায়কের স্বামী পরিতোষ সরকারের নাম স্থির করা হয়। এরপরই দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়।৪৩নং আসনটিতে প্রার্থী হতে দাবী জানাতে থাকে বিধায়ক চন্দনা সরকার। জেলা নেতৃত্ব বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানান। কিন্তু রাজ্য নেতৃত্ব চন্দনা সরকারের দাবী নাকচ করে দেন।শুধু তাই নয় চন্দনা সরকারের স্বামী গৃহযুদ্ধ রুখতে প্রার্থীপদ থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদনও করেন রাজ্য থেকে জেলা নেতৃত্বকে। কিন্তু দলীয়ভাবে সেই আবেদনও নাকচ করে দেওয়া হয়। প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পরিতোষ সরকারকে। এরপরই এই দম্পতি একসাথে জেলা রিটারিং দপ্তরে এসে একই আসনে মনোনয়নপত্র জমা দেন।