বাঁকুড়ার মল্লভূমের মাটিতে রথের চাকা গড়াল।

0
172

আবদুল হাই, বাঁকুড়াঃ মাধবগঞ্জে রানি শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী রথের আদলে রাধা মদন গোপাল জিউ এর মন্দির নির্মান করান। জনশ্রুতি সেই সময় থেকেই মন্দিরের আদলে পিতলের রথ নির্মান করে রাজ আনুকূল্যে মাধবগঞ্জতে রথযাত্রার প্রচলন। আজ সাড়ে তিনশো বছর পেরিয়েও গুপ্ত বৃন্দাবন হিসাবে পরিচিত প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের আবেগ ও উন্মাদনা অটুট। এখানে রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নয় রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। আজ সকালে স্থানীয় মন্দির থেকে বিগ্রহ নিয়ে কীর্তন সহযোগে শোভাযাত্রা করে স্থানীয়রা হাজির হন পার্শ্ববর্তী মাঠে থাকা সুপ্রাচীব রথের সামনে। সেখানে আরতি ও দফায় দফায় পুজার্চনা শেষে রথের রশিতে টান দেন উপস্থিত স্থানীয় মানুষেরা।