সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও সারম্বরে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করল মালদা ইসকন।

0
573

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও সারম্বরে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করল মালদা ইসকন। মঙ্গলবার মালদা শহরের নেতাজি মোড় থেকে রথ যাত্রার সূচনা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথ নেতাজি মোড় থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাজার হাজার ভক্ত রাস্তায় উপস্থিত থেকে রথের রশি ধরে টান দেন। প্রথমে সুভদ্রার রথ এরপর বলরামের রথ এবং সবার শেষে জগন্নাথের রথ রওনা দেয় মাসির বাড়ি অর্থাৎ রামকৃষ্ণ পল্লী এলাকায়। তিনটি রথের রশি ধরে টান দেন ভক্তরা।
মালদা ইসকনের পক্ষ থেকে জানানো হয় সাত দিন ধরে রামকৃষ্ণ পল্লী এলাকায় মাসির বাড়িতে থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ। সাত দিন ধরে হবে ধর্মীয় অনুষ্ঠান। এরপর আবার উল্টো রথে তিনটি রথ ফিরে আসবে নেতাজি মোর ইসকন মন্দিরে।
রথ উপলক্ষে জেলাবাসিকে শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।