আন্তর্জাতিক যোগ দিবস পালন বর্ধমান শহরে ।

0
225

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী:- যোগা বা যোগ আমাদের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আজ থেকে নয়, বহু বছর ধরে ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এটি মাথায় রেখে এবং যোগব্যায়াম সম্পর্কে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতি বছর ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসাবে পালিত হয়। সেই মর্মে বুধবার বর্ধমান শহরের পুলিশ লাইনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মরত আধিকারিকদের নিয়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ কামনাশিষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়, ডিএসপি হেডকোয়াটার অতনু ঘোষাল, ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার কামনাশিষ বলেন, ফ্রেন্ডস নীড অ্যান্ড ডিড সংগঠনের পক্ষ থেকে জেলার পুলিশ আধিকারিকদের এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটা ডেমস্ট্রেসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি শারীরিক দিকে হয়তো আমাদের খেয়াল দেয়া হয় না। তাই আজ এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এখানে উপস্থিত রয়েছেন পুলিশের সমস্ত আধিকারিকরা।