পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে নারায়নপুর গ্রামের ১৩ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

0
237

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী:- পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে নারায়নপুর গ্রামের ১৩ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। ঝাড়গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের ১৩ টি পরিবারের মোট সদস্য সংখ্যা প্রায় ৬০ জন
১ রাজন মল্লিক
২. ফিরোজ মল্লিক
শহিদুল মল্লিক সহ আরো অনেকে
পঞ্চায়েত ভোটের প্রচারে জামালপুরে এলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। জামালপুরে জামালপুর ২ অঞ্চলের বকুলতলায় ও চকদীঘির মনিরামবাটিতে দলীয় প্রার্থীদের জন্য সভা করেন। এই দুটি সভায় উপস্থিত ছিলেন এসবিএসটি এর চেয়ারম্যান সুভাষ মন্ডল, সাংসদ সুনীল মন্ডল, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের তিন প্রার্থী মিঠু মাঝি, শোভা দে ও সাতরা, ভূতনাথ মালিক, সাহাবুদ্দিন মন্ডল, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ বাবু তাঁর বক্তব্যে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ও সি পি এমের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন অন্যায় ভাবে কেন্দ্র সরকার রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আটকে রেখেছে আবাস যোজনার টাকা। বার বার কেন্দ্রের কাছে দরবার করেও টাকা পাওয়া যায়নি। বিগত ৩৪ বছরের বামেদের অপশাসন এখনও মানুষ ভুলে যায়নি। ভুলে যায়নি বিভিন্ন গনহত্যা। তাই এদের কাউকে বিশ্বাস নয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৮ই এপ্রিল সমস্ত তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার কথা বলেন। আজ মনীরামবাটির সভায় জারগ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রাম থেকে ১৩টি বিজেপি পরিবার বিজেপি থেকে তৃণমূল যোগদান করেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন ৮ তারিখে ভোট হলেও মানুষ মনে মনে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। তৃণমূলের উন্নয়নকে দেখেই আজ বিজেপি থেকে তৃণমুলে যোগদান করেন।