আবারো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দূরদর্শিতার পরিচয় পাওয়া গেল।

0
1531

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দূরদর্শিতার পরিচয় পাওয়া গেল। বাংলাদেশ রাবার ড্যামের মাধ্যমে আত্রাই নদীর জল আটকে দেওয়ায় আত্রাই নদীতে সেই ভাবে জল না থাকার কারণে কৃষি ক্ষেত্রে আত্রাই নদীর সংলগ্ন এলাকাগুলিতে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বিষয়টিকে অনুধাবন করে বালুরঘাট শহরে আত্রাই নদীতে চেক ড্যাম দেওয়ার ব্যবস্থা করেন। যাতে চেক ড্যামের মাধ্যমে জল আটকে পরিস্থিতি কিছুটা মোকাবেলা করা যায়। দক্ষিণ দিনাজপুর জেলায় সেভাবে বৃষ্টি না হলেও বাংলাদেশের বৃষ্টি হচ্ছে ভালই। বাংলাদেশে আত্রাই নদীর জল বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে হঠাৎ করে আত্রাই নদীর জল ছেড়ে দেওয়ায় শুক্রবার সকালে হঠাৎ আত্রাই নদীর জল বৃদ্ধি পেতে শুরু করে। এবার এই জল আটকে নিশিতে সেচের ক্ষেত্রে কিছুটা লাভবান হবে এত অঞ্চলের মানুষ।