অনুন্নয়নের চিত্র দেখা গেল বালুরঘাট ব্লকের চকরামের দুধকুড়ি এলাকায়।

0
113

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- গ্রামীন জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে পাচ বছর পর পর এই বাংলায় ১৯৭৮ সাল থেকে পঞ্চায়েত নির্বাচনের মধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও অনেক ক্ষেত্রে উন্নয়ন তেমন হয় নাবললেই চলে। এমন অনুন্নয়নের চিত্র দেখা গেল।বালুরঘাট ব্লকের চকরামের দুধকুড়ি এলাকায়। যেখানে এই একুবিংশতবাদীতে নুন্যতম পরিশুদ্ধ পানীয় জল, মাথা গোজার ঘর ও চলাচলের জন্য মোরাম বিছানো রাস্তা অমিল।
গ্রামবাসিদের অভিযোগ পঞ্চায়েত থেকে নলবাহিত পানীয় জলের জন্য এলাকায় নল বসানো হলেও সেই নল দিয়ে জল বেড়য় না।রাস্তার হাল যে কার সেই, কবে শেষবার পিচের প্রলেপ পড়েছিল তা এখন আর অনেকেই মনে করতে পারছেন না।অথচ এই এবড়ো ত্থেবড়ো মাটির উচুনিচু খানাখন্দে ভরা রাস্তা দিয়েই দুর্ঘটনার আশংকা সত্বেও তাদের বালুরঘাটের মত জেলা সদরে গিয়ে বিভিন্ন কাজ সারতে বাধ্য হন তারা।এমনকি গ্রামের কেউ গুরুতর অসুস্থ হলে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়াই দুষ্কর হয়ে পরে।

যদিও এলাকা দশ বছর ধরে শাসক দলের দখলে, তবুও এত অনুন্নয়ন কেন, সে কথা মানতে নারাজ বিগত পচায়েতের সদস্য ও এবারের ও দলের প্রার্থী সোরেন দিও। তিনি বলেন বিরোধীরা উন্নয়ন দেখেও দেখে না। তবে তিনি স্বিকার করে নেন সব কাজ করা যায় নি, তা এবার জীতে করার আশা রাখি।পাশাপাশি মানুষের সেবা করে যেতে চাই।