দণ্ডি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী জামিন পেলেন।

0
133

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দণ্ডি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী জামিন পেলেন। শুক্রবার বালুরঘাট জেলা ও দায়রা আদালতের প্রথম কোর্টের বিচারক অলি বিশ্বাস প্রদীপ্তার জামিন মঞ্জুর করেন। বিশেষ সরকারি আইনজীবী উদয় ঘোষ দস্তিদার শনিবার জানান, মামলার অভিযোগকারী এবং দণ্ডি কাণ্ডে নিগৃহীতা তিন আদিবাসী মহিলা আদালতে উপস্থিত হয়ে প্রদীপ্তার জামিন হলে তাদের কোনও আপত্তি নেই জানালে বিচারক তা মঞ্জুর করেন। মামলাটিতে প্রদীপ্তা সহ মোট তিন জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট পেশ করেছে। পরবর্তী শুনানি ১ মে।

উল্লেখ্য প্রায় দুমাস আগে দক্ষিণ দিনাজপুরের তপনের তিন আদিবাসী মহিলাকে ঘর ওয়াপসির নামে দন্ডি কেটে বালুরঘাটে তৃণমূলে যোগদান করানো হয়। সেই ঘটনায় জেলা সহ রাজ্য জুড়ে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি ছিল তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে। পুলিশ ৫০৫ ও ৫০৯ ধারায় এবং এসসি এসটি প্রিভেনশন অব এট্রোসিটি অ্যাক্ট এ মামলা দায়ের করে। যদিও পুলিশ ঘটনায় আনন্দ রায় ও বিশ্বনাথ দাস নামে দুই যুবককে গ্রেফতার করে বালুরঘাট আদালতে তোলে। প্রদীপ্তা চক্রবর্তী গ্রেপ্তার দাবিতে সরব হয় বিরোধীরা। প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূলের জেলা মহিলা সভাপতি পর থেকে সরিয়ে দেয়া হয়।।পরবর্তীতে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসে ওই তিন আদিবাসী মহিলার সাথে দেখা করেন। সেদিনই প্রদীপ্তা চক্রবর্তীকে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। এরপরেই জেলা পুলিশ প্রদীপদা চক্রবর্তী কে ওই মামলায় নোটিশ পাঠায়।
বালুরঘাট আদালত সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার বিকেলের দিকে প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট আদালতে আত্মসমর্পণ করেন এবং সন্ধ্যা নাগাদ ওই মামলায় জামিন পান। পরবর্তী শুনানি পয়লা মে।

বালুরঘাট আদালতের বিশেষ সরকারি আইনজীবী উদয় ঘোষ দস্তিদার জানান, দন্ডী মামলায় বালুরঘাট আদালতের ফাস্ট কোর্টের বিচারক প্রদীপদা চক্রবর্তীর জামিল মঞ্জুর করেছেন।

এদিকে দন্ডী মামলায় প্রদীপ্তা চক্রবর্তীর জামিন হওয়ায় কটাক্ষ বিজেপির, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আদিবাসী মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে, তাকে চরম সাজা পাওয়া উচিত। দলদাস পুলিশ তার বিরুদ্ধে জোরালো মামলা না করায় তিনি জামিন পেয়েছেন।

তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, অভিযুক্তের বিরুদ্ধে দল যা ব্যবস্থা নেয়ার আগেই নিয়েছে। আদালতের বিষয়টি, আদালতের বিচারাধীন, সে বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না।