দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিগত জেলা পরিষদ সদস্যকে হিলির বিভিন্ন এলাকার দেখতে পাইনি সাধারণ মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উন্নয়ন থমকে। এই বিষয়টিকে হাতিয়ার করে প্রচার অস্ত্রে শান বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ নম্বর zp আসনের প্রার্থী বাপি সরকার। রবিবার ছুটির দিনে হিলি ব্লকের মাতাস এলাকায় প্রচার সারেন এই বিজেপি প্রার্থী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় বেহাল রাস্তাঘাট নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন এই প্রার্থী। পাশাপাশি প্রচারে গিয়ে এলাকার বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসীর প্রশ্নের মুখেও পড়তে হয় প্রার্থীকে। তাই ভোটে জিতে এলাকার রাস্তাঘাটের উন্নতি কেই পাখির চোখ করেছেন এই বিজেপির প্রার্থী। এই বিষয়ে বলতে গিয়ে বাপি সরকার বলেন যে আমি বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে জানতে পারছি বিগত দিনে এই এলাকার জেলা পরিষদের কে সদস্য ছিলেন এই এলাকার মানুষ তার নামই জানে না। জেলা পরিষদের সদস্যকে পাঁচ বছরের মধ্যে এলাকায় এক দিনের জন্যেও দেখা যায়নি। আমি ভোটে জিতে এলে এলাকার রাস্তাঘাটের উন্নয়নের চেষ্টা করব। এলাকায় শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার চেষ্টা করব। এলাকার মানুষের পাশে থেকে তাদের সাহায্যের চেষ্টা করব। এলাকার এক বাসিন্দা এই বিষয়ে বলতে গিয়ে বলেন যে জেলা পরিষদ থেকে এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নতি করেনি।দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এলাকার রাস্তার সংস্কার হয় না সেই কারণে এলাকার রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে আছে। এলাকার রাস্তা ঘাট গুলি খানাখন্দে ভরা। তাই তিওরের পরে এলাকায় কোন গাড়ি-ঘোড়া আসতে চায় না। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই জেলা পরিষদের বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে এলে তাদের এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো।
Home রাজ্য উত্তর বাংলা প্রচার অস্ত্রে শান বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ নম্বর zp আসনের প্রার্থী...