জেলা পরিষদের বিজেপি প্রার্থীর বাড়িতে ফ্রি কোচিং সেন্টারের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দাবি তৃণমূলের।

0
117

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘটনাটি নদিয়ার গাংনাপুর থানা এলাকার কৃষ্ণপুর আদিবাসী পাড়ার। চাকদা ৪৫ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী সুস্মিতা সর্দারের অভিযোগ, গাংনাপুর থানার মাঝেরগ্রাম অঞ্চলের কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় বিরসা মুন্ডা কোচিং সেন্টার-এ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই, বিরসা মুন্ডার মূর্তিসহ একাধিক আসবাবপত্র। রাতেই খবর দেওয়া হয় গাংনাপুর থানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়।

যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কৃষ্ণপুর আদিবাসীপাড়া তৃণমূল কংগ্রেসের কনভেনার হরিদাস সর্দার বলেন, গতকাল ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল সম্ভবত সেখান থেকে অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই।

বিরসা মুন্ডা ফ্রি কোচিং সেন্টারে আগুন লেগে ভষ্মিভূত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here