দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুর ব্লকের ভবানীপুর বেজপুকুর বুথে ২০০ ব্যালট পেপার চুরির অভিযোগ। ঘটনায় সকাল থেকেই ভোট বন্ধ। অভিযোগ পিসাইটিং অফিসারের মদতেই গতকাল রাতে ব্যালট পেপার চুরি হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিরামপুর থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী জওয়ানরা যদিও ভোট প্রক্রিয়া এখনো শুরু হয়নি। বাসিন্দারা চাইছেন পুনরায় নতুন ব্যালট বাক্সে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হোক।