রাজ্য কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন।

0
149

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৮ই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়েছে। সমস্ত জায়গায় হিংসাত্মক পরিবেশ তৈরি করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের দিন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের এই হিংসাত্মক পরিবেশ তৈরি করার যে ভূমিকা ছিল তারই বিরুদ্ধে আজ বর্ধমানের মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজ্য কো-অডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে। জেলা ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক করালী চ্যাটার্জী বলেন, ৮ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে আপনারা দেখেছেন গোটা রাজ্যজুড়েই একটা হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছিল এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের দেদার ছাপ্পা তা সাধারণ মানুষ দেখেছে। আমরা যারা সরকারি কর্মচারীরা ভোটের ডিউটিতে গিয়েছিলাম তারা চেয়েছিলাম অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু সব জায়গাতেই শাসকদলের যে রক্তচক্ষু তাসমস্ত রাজ্যবাসী দেখেছি। তাই আমাদের এই লড়াই সংগ্রাম আগামী দিনেও জারি থাকবে।