বিরোধীশূন্য করে কার্যত পঞ্চায়েত দখলে রাখল বৈকুণ্ঠপুর ১ অঞ্চল।

0
237

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৮ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে আজ অর্থাৎ ১১ ই জুলাই সকালবেলা থেকে বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড় গার্লস হাই স্কুলে শুরু হয় ভোট গণনা। তারপরই হাতে আসতে থাকে একের পর তৃণমূল কংগ্রেসের জয়। বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য করে নিজেদের দখলে রাখলেও তৃণমূল কংগ্রেস। এই জয়ের রূপকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান এবং বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি। মানুষের ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েই কার্যত বৈকুন্ঠপুর এক অঞ্চল কে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটিতে পরিণত করলেন এই দুই কারিগর। মানুষকে পরিষেবা দিয়েই মানুষের এই আশীর্বাদ বলে মনে করেন অঞ্চল নেতৃত্ব। তাই কার্যত বলাই চলে বৈকন্ঠপুর এক অঞ্চল বারেবারে প্রমাণ করে দিয়েছি যে তাদের অঞ্চলে বিরোধীদের কোন জায়গা নেই।