পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিবছরের মতো এবছরও কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে একুশে জুলাই শহীদ দিবস। একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে দেওয়াল লিখন এবং কর্মসূচি। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরে টাউনহলে অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো একুশে জুলাই কে সাফল্যমণ্ডিত করে তোলা। আজি বৈঠক উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক বিশ্বাস, রাজ্য তৃনমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি , বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ দলের সমস্ত বিধায়ক এবং শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ। পাশাপাশি এই কর্মসূচিতেই সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এক মিছিলের আয়োজন করা হয় বর্ধমান শহরে।