পৃথক রাজ্য নিয়ে বিজেপি ও সদ্য নির্বাচিত রাজ্যসভায় সাংসদকে কটাক্ষ তৃণমূলের।

0
316

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার সাংসদ হওয়ার পর নিউ কোচবিহার স্টেশনে আসেন অনন্ত মহারাজ তথা নগেন রায়। আলাদা রাজ্যের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন,পার্লামেন্টের উচ্চ কক্ষে বা রাজ্যসভায় বলবো। আমি যা বলবো তা বিস্তারিত আপনারা শুনতে পাবেন। আমার প্রথম কাজ হবে বিকাশ করা। তার এই কথার মধ্যে আলাদা রাজ্যের যে দাবি তাতে কিছুটা ধোঁয়াশা রইলো। যা নিয়ে অনন্ত মহারাজ ওরফে নগেন রায় ও বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়।

তিনি দাবি করেন,নগেন রায় ওরফে অনন্ত মহারাজ তিনি আজকেও স্পষ্ট করতে পারলেন না,যে পার্লামেন্টে তিনি কি বিষদে আলোচনা করবেন,পৃথক রাজ্যের দাবি। তাহলে কি বিজেপি আলাদা রাজ্যের দাবিকে মান্যতা দিচ্ছেন। নাকি এই যে গোলগোল কথা বলে অনন্ত মহারাজ পৃথক রাজ্যের দাবি থেকে সরে দাঁড়ালেন। এই জায়গাটা আজও তা আমরা পরিষ্কার হতে পারলাম না। তাই আমরা সংগত কারণেই দাবি তুলছি যে, বিজেপি ও অনন্ত মহারাজ আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। অনন্ত মহারাজ স্পষ্ট করুন যে আপনি পৃথক রাজ্যের দাবি থেকে সরে দাঁড়ালেন। নাকি অনড় রয়েছেন। নাহলে বিজেপি স্পষ্ট করুন যে আপনারা পৃথক রাজ্যের দাবিকে মান্যতা দেন। এই জায়গাটা পরিষ্কার করুন। কোচবিহারের মানুষকে নিয়ে সেন্টিমেন্ট খেলবেন না, কোচবিহারে মানুষকে বোকা বানাবেন না। বহু বোকা বানিয়েছেন ২৪ সালে মানুষ আপনাদের যোগ্য জবাব দিতে মুখিয়ে রয়েছে। এটা আপনাদের নিশ্চিত ভাবে বলতে পারি। এই সাধারণ মানুষদের নিয়ে ছিনিমিনি খেলা, রাজবংশী মানুষদের সেন্টিমেন্ট নিয়ে খেলা বন্ধ করুন, আপনাদের অনেক মাশুল গুনতে হবে আগামী দিনে।

উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দাখিল করেন নগেন রায় তথা অনন্ত রায়। কিন্তু তার বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। তারপর আজ নিউ কোচবিহার স্টেশনে ফিরে আসলেন গ্রেটার সুপ্রিম অনন্ত মহারাজ। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাকে ফুল মালায় বরণ করেন সমর্থকরা।