পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রমিলাবাহিনীদের।

0
188

আবদুল হাই, বাঁকুড়াঃ বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের মহিলারা খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের উপর রানীবাঁধ বাজার লাগোয়া তালগড়া মোড়ে পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

মূলত ওই গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায়। গ্রামে রয়েছে প্রায় দেড়শ থেকে দুশো টি পরিবারের বসবাস। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের কল এখনো বসেনি। রাস্তার পাশে নলবাহিত পানীয় জলের যে কলগুলি রয়েছে সেগুলোতে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে।ফলে দীর্ঘদিন ধরে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলারা দলবদ্ধ ভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, রাজ্য সড়কের মাঝে জলের কলসি,হাঁড়ি,বালতি রেখে প্রায় এক ঘণ্টা ধরে চলে পথ অবরোধ।

এই পথ অবরোধের ফলে খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। রোডের উপর দাঁড়িয়ে পরে মোটরসাইকেল, বাস,ছোটো বড় চারচাকা সহ বহু গাড়ি।

খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছায় রানীবাঁধ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তাদের অভিযোগের কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবশেষে অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান, পুলিশ জানিয়েছে পানীয় জলের জন্য দ্রুত জলের ট্যাঙ্ক পাঠানো হবে গ্রামে। পাশাপাশি নিয়মিতভাবে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে পুলিশ।

গ্রীষ্মকালের পাশাপাশি বর্ষাকালেও পানীয় জলের সমস্যার কারণে ভুগছে গ্রামবাসীরা। এখন দেখার বিষয় গ্রামের মানুষেরা প্রশাসনের কাছ থেকে কত শীঘ্রই পানীয় জলের সুবিধা পায় ।
সেই দিকেই তাকিয়ে রয়েছে রানিবাঁধের তালগড়া গ্রামের বাসিন্দারা।