দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ছাত্রী ও মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির।

0
197

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় মহিলা কমিশনের সৌজন্যে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বুধবার নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ, আদালতের দুই আইনজীবী রিনা সিং, অঙ্কুর কর্মকার, দাসপুর থানার সেকেড অফিসার প্রমুখ। শিবিরটি পরিচালনা করেন কর্তৃপক্ষের সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। সচিব দিব্যেন্দু নাথ সংবিধানের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য, বাল্য বিবাহ রোধ, পাচার প্রভৃতি বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। আইনজীবী রিনা সিং বধূ নির্যাতন, পারিবারিক সহিংসতা, বিবাহ বিচ্ছেদ, ও বিনামূল্যে আইনি পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন। দাসপুর থানার সেকেন্ড অফিসার শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় স্ব সহায়ক দল, পঞ্চায়েতের মহিলা সদস্য, আই সি ডি এস কর্মী, আশা কর্মী ও ছাত্রীরা অংশ গ্রহন করেন।