পুলিশের সাথে অপরাধীদের একটা যোগসাজস রয়েছে, নির্যাতিতা কিশোরীকে দেখতে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার।

0
309

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: নাবালিকা কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল ৪ যুবকের বিরুদ্ধে। সেই নির্যাতিতা কিশোরী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কোচবিহার এম জে এন মেডিক্যাল ও হাসপাতালের সিসিইউতে। সেই নির্যাতিতা কিশোরীকে দেখতে এলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন প্রথমে তিনি নির্যাতিতা কিশোরীর সাথে দেখা করেন এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, দেখুন এর চেয়ে আর মর্মান্তিক ঘটনা হয় না। এর থেকে একটা জিনিস পরিষ্কার পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সামাজিক পরিস্থিতি অত্যন্ত চিন্তা জনক। অদ্ভুত ভাবে একটা জিনিস জানতে পারলাম তার পরিবারের কাছ থেকে যে ৫ জন গ্রেপ্তার হয়েছে পুলিশ তাদের একজন কেও গ্রেপ্তার করে নি। গ্রামবাসীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। জানি না তারা আবার বেরিয়ে পড়বে কি না। এই রাজ্যে পুলিশের সাথে অপরাধীদের একটা যোগসাজস রয়েছে। এই কারণে এরাজ্যে অপরাধের যে বাড়বে এটা স্বাভাবিক।

উল্লেখ্য,গত ১৮ জুলাই ওই কিশোরী স্কুলে যায়। এরপর সে আর বাড়ি ফেরে নি। তারপরই ২০ তারিখে পরিবারের পক্ষ থেকে পুন্ডিবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর মাথাভাঙা হাসপাতাল থেকে ফোন করে নাবালিকার খোঁজ দেওয়া হয় বাড়িতে৷ অভিযোগ,প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে মাথাভাঙায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিককে গণধর্ষণ করা হয়। যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। তাকে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷ সেখান থেকে তাকে কোচবিহারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর আবারও কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে ফের কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে নাবালিকাকে৷ সেখানেই তার চিকিৎসা চলছে। কিন্তু গতকাল ফের তাকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেই খবর পাওয়ার পর আজ ওই নির্যাতিতা নাবালিকা দেখতে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন তিনি এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা নাবালিকাকে সিসিইউতে দেখতে যান সেখানে পরিবারের লোকজনের সাথে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমএসভিপি রাজিব প্রসাদের সাথে কথা বলেন এবং নির্যাতিতার শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা চলছে কি না তা খোজ খবর নেন। তারপরের আজ ওই নির্যাতিতা কিশোরীকে দেখতে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা।