আর এস পি নদীয়া জেলা কমিটির উদ্যোগে উদ্যোগে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ধিক্কার ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

0
245

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বি জে পি শাসিত মনিপুরে প্রায় তিন ন মাস ব্যাপী এই জাতি দাঙ্গা দমনে সরকার উদ্দেশ্য প্রনোদিত ভাবেই নীরব।তার ভয়ঙ্কর পরিণতি প্রকাশ্য দিবালোকে তিন জন আদিবাসী মহিলাকে নগ্ন করে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এর প্রতিবাদে অবিলম্বে জাতি দাঙ্গা দমন,খুন ও জন জাতি মহিলা দের উপর বর্বরোচিত অত্যাচারে জড়িত দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আর এস পি নদীয়া জেলা কমিটির উদ্যোগে উদ্যোগে আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক ধিক্কার , বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সভা অনুষ্ঠিত হয়। ধিক্কার সভায় উপস্থিত নেতৃবৃন্দ দোষীদের চরম শাস্তি ও সুকৌশলে জনজাতি অধ্যুষিত মনিপুর কে বিভাজন করার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
ধিক্কার সভায় বক্তব্য রাখেন শঙ্কর সরকার, সুবীর ভৌমিক, রাহুল মূখার্জী ,ত্রিদিবেশ ভট্টাচার্য প্রমূখ নেতৃবৃন্দ।