দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশ বিজ্ঞানীর কাজের ডাক পেলেন দঃ দিনাজপুরের কুমারগঞ্জের সমজিয়া এলাকার প্রত্যন্ত এলাকার যুবক আব্দুল মোতাকাব্বের সরকার। বাংলাদেশ সীমান্তবর্তী সমজিয়া এলাকার কৃষ্ণপুর গ্রামের ছেলে মোতাকাব্বের সরকারের এমন সাফল্যে যারপরনাই খুশি প্রতিবেশীরা। তাঁকে দেখতে ও শুভেচ্ছা জানাতে দৈনিকই ভিড় জমছে কৃষ্ণপুর গ্রামে। প্রথমে এলাকার প্রাথমিক ও বালুরঘাটের ললিতমোহন আদৰ্শ হাইস্কুল হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই কৃতি ছাত্র আমেরিকার পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করবার ডাক পেয়েছেন। যেখান থেকে মাসিক কয়েক লক্ষ টাকা স্টাইপেন্ডের প্রদানের প্রতিশ্রুতিও মিলেছে তাঁর। এই খুশিতেই রীতিমতো উৎসবের আমেজ সীমান্তবর্তী ওই গ্রামে।
ছেলের এমন সাফল্যের খবরে আবেগে আপ্লুত মা-বাবা ও আত্মীয় স্বজনরা। দেশের, সমাজ ও পরিবেশের জন্য কিছু করে দেখাক আব্দুল মোতাকাব্বের, এমনটাই চাইছেন সকলে।
আব্দুল মোতাকাব্বের সরকারের পিতা তোফাজ্জল হোসেন সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক। উচ্চমাধ্যমিকে ৯৩% নম্বর পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাচ বছর রসায়ন বিভাগ নিয়ে পড়াশুনা করে ইউএস’এর অনলাইন পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের জানুয়ারী মাসে আমেরিকার পাচটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার ডাক পান। তারমধ্যে শিকাগোতে অবস্থিত ইউনিভার্সিটি অফ এলিনয়েজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন সে। সেখান থেকে ৫ বছর গ্লোবাল ওয়ার্মিং ও অপ্রচলিত শক্তির উপরই গবেষণা করবেন তিনি। চুক্তি হিসাবে আমেরিকা সরকার ভারতীয় টাকায় প্রতি মাসে তাকে দুই লক্ষেরও বেশি টাকা দেবার কথা জানিয়েছে।