প্রায় তিন মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল পরিবার।

0
366

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় তিন মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল পরিবার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের বড় লাইন এলাকার ঘটনা। শুক্রবার সকালে খড়গপুর থেকে বাড়ি এসে পৌঁছায় ফারুক মিয়া। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে চোখের জল বাঁধ মানেনি মা-র৷ এদিকে দীর্ঘদিন পর বাড়ি আসলেও মানসিক ভাবে সুস্থ নেই ফারুক। জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সময়ই হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে৷ তারপর থেকে আর কোন খোঁজ মেলেনি৷ এরপর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বহু খোঁজখুঁজে করে কোন খোঁজ পাননি। অবশেষে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই নিখোঁজ যুবকে বাড়ি ফিরিয়ে আনা হয় এদিন।