তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি।

0
248

দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটে দিনহাটা এক নম্বর ব্লকে ভেটাগুড়ির ৩৯ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজিব বর্মণের বাড়িতে ভাঙচুর ঘটিয়েছে।

জানা গিয়েছে,গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। প্রথমে বাড়ির বাইরে থাকা ইলেকট্রিক খুঁটির লাইট, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপরই দুষ্কৃতীরা তৃণমূল নেতার বাড়ির চারিদিকে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। প্রায় আধঘন্টা ধরে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল প্রার্থী রাজীব বর্মণের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।