সাফাই অভিযানে হাত লাগালেন পৌরসভার চেয়ারম্যান ।

0
185

আবদুল হাই, বাঁকুড়াঃ – রাজ্যের ডেঙ্গি সংক্রমণ নিয়ে চিন্তার ভাজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের কপালে । ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছেন । এরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সোনামুখী পৌরশহরে ডেঙ্গি সংক্রমণ আটকাতে বাড়তি সতর্কতা অবলম্বন করল সোনামুখী পৌরসভা ।

সোমবার সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জীর নেতৃত্বে পৌরসভার সাফাই বিভাগের কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে চলল সাফাই অভিযান । এদিন বিভিন্ন ড্রেন পরিস্কার করা থেকে শুরু করে ঝোপঝাড় পরিষ্কার করা হয় ছড়ানো হয় ব্লিচিং পাউডার । সাফাই কর্মীদের সঙ্গে চেয়ারম্যান নিজেও হাত লাগান । চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরশহরের সকল সাধারণ মানুষ । বাঁকুড়া জেলায় তিনটি পৌরসভা রয়েছে এর মধ্যে বাঁকুড়া পৌরশহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা থাকলেও বিষ্ণুপুর পৌরসভা এবং সোনামুখী পৌরসভায় একটিও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নেই । আর এই ধারাবাহিকতা বজায় রাখতেই সোনামুখী পৌরসভার এই উদ্যোগ । যদিও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা সূত্রে জানতে পারা যায় কোতুলপুর ব্লকে একটি এবং পাত্রসায়ের ব্লকে তিনটি ডেঙ্গি আক্রান্ত হদিস মিলেছে । বিষ্ণুপুর স্বাস্থ্য জেলাও ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত তৎপর রয়েছে ।

সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , বর্ষাকালেই শুধু নয় সারা বছর ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান চলে । সোনামুখী পৌরসভা মানুষকে সুস্থ রাখতে সারা বছর অত্যন্ত তৎপর রয়েছে ।

শহরের সাধারণ মানুষরা জানাচ্ছেন , পৌরসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । সোনামুখী পৌরশহরে একটিও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নেই তাই পৌরসভার এই বাড়তি সতর্কতা অত্যন্ত প্রশংসনীয় ।