বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা ও রক্ত পরীক্ষা শিবির।

0
408

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা ও রক্ত পরীক্ষা শিবির।
আজ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের স্টেট থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের বীরভূম শাখার সহযোগিতায় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির 100 ছাত্র ছাত্রীদের নিয়ে “থ্যালাসেমিয়া আর নয়” এই বিষয়ক সচেতনতার শিবিরের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন সিউড়ির সদর হসপিটালে ভ: অমলেশ সাহা , ড: মধুমিতা ব্যানার্জী সহ আরও অনেক মেডিক্যাল সহকর্মীরা। এই শিবিরের থ্যালাসেমিয়া সংক্রান্ত বিভিন্ন ধারণার সবিস্তার ব্যাখ্যা করা হয়। এবং সম্পূর্ণ বিনা পয়সায় একশোর অধিক ছাত্র ছাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান এই থ্যালাসেমিয়া রোগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে । সমীক্ষা অনুযায়ী প্রায় শতকরা 10ভাগ মানুষ এর বাহক। অথচ আমরা এই মারাত্মক রোগ নিয়ে কেউ সচেতন নয়। বিশেষ করে বিয়ের আগে পাত্র – পাত্রীর রক্তের পরীক্ষা একান্ত প্রয়োজন সেটা তুলে ধরা হয়। আলোচনার শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে রক্ত পরীক্ষার আগ্রহ ছিল চোখে পড়ার মত।