আবদুল হাই,বাঁকুড়াঃ – হঠাৎ করে দেখলে মনে হবে কোন বড় জলাশয়ে এসে আপনি উপস্থিত হয়েছেন। কিন্তু বিষয়টা এমন নয়, নিম্নচাপজনিত টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে ইন্দাস ব্লক এলাকার একটা অংশে। গত দু’দিনের ধারাবাহিক বৃষ্টিতে ঐ ব্লক এলাকার শ্রীরামপুর, দেড়িয়াচক গ্রাম কার্যত জলের তলায়। রাস্তার উপর প্রায় হাঁটু সমান জল, অনেকের বাড়ির মধ্যেও বৃষ্টির জল ঢুকে চরম সমস্যায় মানুষ।
বুধবার সকালে শ্রীরামপুর, দেড়িয়াচক গ্রামে গিয়ে দেখা গেল, ঐ এলাকার মানুষ কার্যত গৃহবন্দি, তার মধ্যেও কেউ কেউ প্রাণের ঝুঁকি নিয়েই বাইরে বেরোচ্ছেন, জল থৈ থৈ রাস্তার উপর দিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে বেসরকারী বাসও।
এই অবস্থায় জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন ঐ এলাকার মানুষ, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরও বৃষ্টি হলে মাটির বাড়ি ঘর ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন।