বালুরঘাট সুপার ফেসিলিটি হাসপাতালের এম আর ই, ও হাইব্রিড সি সি ইউনিটের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

0
136

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  বালুরঘাট সুপার ফেসিলিটি হাসপাতালের এম আর ই, ও হাইব্রিড সি সি ইউনিটের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে কলকাতার নবান্ন থেকে এক অনুষ্ঠানে রিমোট কন্ট্রোলের মধ্যমে বালুরঘাট সুপার ফেসিলিটি হাসপাতালের এই সব পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এর পাশাপাশি জেলার বেশ কয়েকটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের ও বেশ কিছু পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনের পর জেলা শাসক বিজিন কৃষনা জানান, এখানে এম আর আই এর যে শাখাটি আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো, সেটা পি পি মডেলে করা হয়েছে। এখানে খোলা বাজারে রোগীদের এম আর আই করতে যা খরচ হয় তার অর্দ্ধেক পয়সা দিয়ে করানো যাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কোন পয়সা লাগবে না। এছাড়াও আজ হাসপাতালের সি সি ইউনিটকে ৮ শয্যা থেকে ২৪ শয্যা দিয়ে হাই ব্রিডে রুপান্তরিত করা হয়েছে।প্রায় ১৪ কোটি টাকা খরচ করে জেলার এই স্বাস্থ্য পরিষেবার কাজ করা হয়েছে বলে জেলা শাসক জানান।

অপরদিকে এবার থেকে এম আর আই করতে আর জেলার বাইরে বা দুরের জেলায় রোগীকে নিয়ে ছোটাছুটি করতে হবে না। বরং জেলা হাসপাতালেই নুন্যতম মুল্যে এই পরিয়াষেবা পাওয়া যাবে। সে খবরে খুশির হাওয়া জেলাবাসির মধ্যে।