১৪ বছরের নাবালিকার গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দাবিতে এসপি অফিসে অবস্থান বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার।

0
178

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: খাপাইডাঙার ১৪ বছরের নাবালিকার গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দাবিতে, সারা রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার। আজ তারা কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ দেখান। এদিন বিজেপির জেলা পার্টি অফিস থেকে ওই মিছিল বের হয়। সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসপি অফিসের সামনে আসেন তারা। সেখানে পুলিশের দেওয়া প্রথম ব্যারিকেট ভেঙে দ্বিতীয় ব্যারিকেট ভাঙার চেষ্টা করে। সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এসপি অফিস চত্বরে।

এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়,রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা দাস,বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস,বিজেপির মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা অর্পিতা নারায়ণ,দীপা চক্রবর্তী,কোচবিহার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক কুমার চন্দন নারায়ণ সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা।

এদিন এসপি অফিসের সম্মুখে কড়া নিরাপত্তায় বিজেপি কর্মী সমর্থকদের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেয় পুলিশ। তারপর সেখানে বিজেপি কার্যকর্তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে। এদিন যাতে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এসপি অফিস চত্বর।

এদিন এবিষয়ে বিজেপির রাজ্য মহিলার মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা দাস বলেন, বাংলায় যেভাবে একের পর এক নারীরা ধর্ষণ হচ্ছে এবং ধর্ষণ দিন দিন বেড়ে চলেছে। রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার কোন প্রতিরোধ নেই। তাই আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের প্রয়োজন নেই। সেই কারণে আজকে আমাদের কোচবিহার জেলার এসপি অফিসে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চাই যে আপনি যদি দোষীদের আড়াল করার চেষ্টা করেন তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাড়াব। সেই কারণে আজকের এই অবস্থান বিক্ষোভ।