ভরা কোর্টালের জোয়ারে রূপনারায়ণের বাঁধ রক্ষা নিয়ে বাসিন্দাদের আশঙ্কা, ক্রমশ বাড়ছে জলের স্রোত, শুরু হলো বাদ মেরামতির কাজ।

0
299

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভরা কোর্টালের জোয়ারে রূপনারায়ণের বাঁধ রক্ষা নিয়ে বাসিন্দাদের আশঙ্কা। ক্রমশ বাড়ছে জলের স্রোত। শুরু হলো বাদ মেরামতির কাজ তবে আশঙ্কা দানা বাঁধছে এলাকাবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায় নদীর তীরবর্তী এলাকার তমলুকের স্টিমার ঘাট এলাকায় দেখা গিয়েছে নদী ঝাঁপিয়ে গ্রামে ঢুকছে জল। বাঁধের অবস্থা শোচনীয়। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে নদীর বাঁধ আর সেজন্যই তমলুক পৌরসভার তরফ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এলাকায় নদীর জল ক্রমাগত ঢুকছে। অসংখ্য এলাকাবাসীদের কারণ যে ভাবে নদীর জল গ্রামে ঢুকছে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা মুখে পড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করছে গ্রামবাসীরা।