দুই দফা দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল কেপিপি।

0
246

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর প্রশাসনের হস্তক্ষেপ বন্ধের প্রতিবাদ ও কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ছাত্রী ও মহিলা ধর্ষণকারীদের প্রশাসনিক শাস্তি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিল কামতাপুর পিপলস পার্টি(ইউনাইটেড)। এদিন তারা কোচবিহার রাসমেলার মাঠে জমায়েত হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের অফিস চত্বরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখায় কামতাপুর পিপলস পার্টি( ইউনাইটেড)। পরে কয়েকজনের প্রতিনিধি জেলা শাসকের কাছে গিয়ে তারা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবি,গত ২৮ তারিখ জলপাইগুড়ি জেলায় কামতাপুর পিপলস পার্টির ছাত্র সংগঠন আকরাসু- র আমরণ অনশন ছিল। সেই কর্মসূচি শুরু হওয়ার আগে আমাদের ছাত্র সংগঠন আকরাসুর ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর প্রশাসনের হস্তক্ষেপ এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রী ও মহিলারা যেভাবে ধর্ষিত হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিচ্ছে না।পুলিশ প্রশাসন যাতে সেই ধর্ষণকারীদের চরম শাস্তি ব্যবস্থা করে তার দাবিতে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা স্মারকলিপি পাঠালাম বলে জানান কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা সভাপতি কংসরাজ বর্মন।