বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-গতকালের বালুরঘাটে পি এইচ ই দপ্তরে ভয়াবহ আগুনের ঘটনায় দপ্তরের পুরাতন বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিল্ডিং টি পিএইচই এর ডিভিশন অফিস ও ষ্টোর হিসেবে ব্যবহার হতো। বিল্ডিং এর একদিকের দেওয়াল আগুনে পুড়ে ধ্বসে যাওয়ায়, দোতলার ওপরের অংশ শূণ্যে ঝুলছে। যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে। ফলে এখন ঐ বিল্ডিং ব্যবহারযোগ্য নয় বলেই জানিয়েছেন পি এইচ ই এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত কর। বিল্ডিং পরীক্ষার পর ঐ বিল্ডিং মেরামত করা যাবে কিনা, বা নতুন বিল্ডিং তৈরি করা হবে কিনা, তা বিশেষজ্ঞের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি তিনি জানান, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। দপ্তরের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে, তবে কতটা নথি নষ্ট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Home রাজ্য উত্তর বাংলা গতকালের বালুরঘাটে পি এইচ ই দপ্তরে ভয়াবহ আগুনের ঘটনায় দপ্তরের পুরাতন বিল্ডিং...