বৃষ্টিকে উপেক্ষা করে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি।

0
249

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বৃষ্টিকে উপেক্ষা করে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে ২০ টি দাবি দাবা নিয়ে গাজোল সহর পথ যাত্রা রেলি করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মালদা জেলার হবিপুর রাজ্য সড়ক ও গাজোলের ৫১২ নং জাতীয় সড়কের উপর বামন গোলা মোড়। মূলত রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ভারত বন্ধ সফলকে কেন্দ্র করে ২০ দফা দাবি দাবা মানতে হবে :- কমন সিভিল কোড ( ইউনিফর্ম সিভিল কোড ) উন্নয়নের নামে পরিবেশ রক্ষা ও বন্য প্রাণীদের সুরক্ষা নামে আদিবাসীদের জল জঙ্গল ও জমি থেকে উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। ন্যাশনাল করিডোর এবং ভারত মালা প্রকল্পের নামে ছাড়লেন ৮লেন , ২০২০ সাল থেকে ২০২২ সালে আদিবাসীদের বিরুদ্ধে সংসদে পাস হওয়া বিল এবং ২০২৩ এর নতুন বন আইন তৈরি করা হচ্ছে, মনিপুর আদিবাসীদের উপর ব্যাপকভাবে অন্যায় ও অত্যাচার চলছে, এরকম একাধিক দাবি-দবা নিয়ে তাদের এই পথ অবরোধ কর্মসূচি করে থাকেন।